মালদার চাঁচল ১ ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের নুরগঞ্জে আমার পাড়া আমার সমাধান শিবিরে স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া গেল পরিযায়ী শ্রমিকদের। সোমবার নুরগঞ্চ প্রাইমারি স্কুলে শিবিরে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। তবে শ্রমশ্রী প্রকল্পের সুবিধা পেতে শ্রম দপ্তরের শিবিরেই বেশি ভিড় লক্ষ্য করা যায়। এছাড়াও এলাকার বেহাল রাস্তা ও নিকাশি ব্যবস্থা গড়ে তোলার জন্য আবেদন করেন বাসিন্দারা।