একটা সময় এই শ্রীকান্তটোলা গ্রামে বহু পরিবারের বসবাস ছিল। এ বছর গঙ্গা নদীর তীব্র ভাঙ্গনের গ্রামের অবস্থা দুর্বিষহ করে দিয়েছে। সর্বত্রই জনমানুষ শূন্য হয়ে পড়েছে গ্রামের। দাঁড়িয়ে রয়েছে বাড়িঘরের অংশটুকু।মানুষ শুন্য এই গ্রাম খা খা করছে। আগের মত আবার কি সেজে উঠবে গ্রাম সেই নিয়ে আক্ষেপ প্রকাশ করছে গ্রামবাসীরা। বহু পরিবার এলাকা ছেড়ে দিয়েছে অন্যত্র গিয়ে দিন কাটাচ্ছে। তবে নদী ভাঙ্গনের এই আতঙ্ক প্রশাসন দূর করতে পারলে হইতো আবার সাজবে গ্রাম।বসবে মেলাও।