দশ থেকে শুরু করে সাড়ে তিন হাজার টাকা দামের লাড্ডু দেদার বিকাচ্ছে। আগামীকাল গণেশ চতুর্থী। আর এই পুজোতে বিশেষ করে লাগে লাড্ডু ও মোদক। তাই ব্যান্ডেলের এক মিষ্টান্ন ব্যবসায়ী দশ টাকা থেকে শুরু করে সাড়ে তিন হাজার টাকা দামের লাড্ডু বানিয়ে সারা ফেলে দিয়েছে। সকাল থেকেই মানুষ ভিড় জমান ওই মিষ্টির দোকানে লাড্ডু কেনার জন্য।