শনিবার বারবিশা এলাকা থেকে চোরাই বার্মাটিক বোঝাই একটি কন্টেনার বাজেয়াপ্ত করল বন বিভাগ। বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, ওই কন্টেনার থেকে ৬০০ সিএফটি চোরাই বার্মাটিক উদ্ধার করা হয়েছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বন বিভাগের ভল্কা ও কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জের বনকর্মীরা বারবিশা এলাকায় অভিযান চালায়। ৩১ নম্বর সি জাতীয় সড়ক ধরে অসমের দিক থেকে আসা কন্টেনারটি আটক করেন বনকর্মীরা। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।