দক্ষিণগ্রামে বেশ কয়েক বছর ধরে মানব দুর্গা করে চলেছে ওই গ্রামেরই বেশ কিছু যুবক যুবতী। উল্লেখ্য বেশ কয়েক বছর ধরে বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত দক্ষিণগ্রাম ধীবর পাড়া প্রগতি সংঘের উদ্যোগে মানব দুর্গা শো করে আসছে ওই এলাকার মানুষজন ।আর সেখানেই জমায়েত হচ্ছে বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ। মূলত প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় সপ্তমী অষ্টমী ও নবমী তিথির সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত এই মানব দুর্গা শো এর আয়োজন করা হয়ে থাকে ।