পথ দুর্ঘটনায় মৃত দুই যুবকের নাম পলাশ হালদার (৩৬) ও বিভাস গোলদার(৩৩) প্রথম ও দ্বিতীয় জনের জনের বাড়ি যথাক্রমে নবদ্বীপ পৌরসভার মালঞ্চ পাড়া আমবাগান ও নাদনঘাট থানা এলাকায়,সূত্রের খবর মঙ্গলবার দুপুরে স্কুটিতে করে গৌরাঙ্গ সেতু রোড ধরে নবদ্বীপ রেল গেটের দিকে আসার সময় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয় দুজন,এরপর উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে বিভাসকে মৃত বলে ঘোষণা ও পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় পলাশের,আজ দেহ দুটি ময়নাতদন্তে পাঠাল পুলিশ।