This browser does not support the video element.
সাব্রুম: সাব্রুম মহকুমা হাসপাতাল সংলগ্ন সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত শিশুসহ দুইজন,জেলা হাসপাতালে রেফার
Sabroom, South Tripura | Sep 2, 2025
সাব্রুম মহকুমা হাসপাতাল সংলগ্ন সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত শিশুসহ দুইজন,জেলা হাসপাতালে রেফার। ঘটনা মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬ ঘটিকায়।আহত দুইজনের নাম তন্ময় সীনহা বয়স ৩৬ বৎসর,বাড়ী দমদমা,মেহেক দাস,বয়স এগার মাস,বাড়ী দমদমা তনুরাম টিলায়।জানা যায় আজ সন্ধ্যা ৬ ঘটিকায় দমদমা তনুরাম টিলার মা এর সঙ্গে মেহেক দাস সাব্রুম হাসপাতালে যাচ্ছিলেন।রাস্তা ক্রস হতেই একটি বাইকের সাথে ধাক্কা খায়।ফলে মেহেক দাস ও বাইক চালক তন্ময় সীনহা আহত হয়