বছর সতেরোর এক নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ওইব্যক্তিকে মঙ্গলবার নিজেদের হেফাজতে নিল মঙ্গলকোট থানার পুলিশ। ঘটনায় এদিন আনুমানিক বিকাল ৫টা নাগাদ শোরগোল পড়ে যায় এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা নিখোঁজ হয়ে যায় বলে আগষ্ট মাসের ৩ তারিখ পুলিশের কাছে লিখিত অভিযোগ জানায় তার পরিবার।