হুগলির উত্তরপাড়া সারথি ক্লাবের উদ্যোগে আন্ত: ক্লাব জিমনাস্টিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের সিপি অমিত পি জাওয়ালগি, ডিসিপি অর্ণব বিশ্বাস, হুগলি জেলা পরিষদের মেনটর তথা কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি ও অন্যান্য বহু বিশিষ্ট ব্যক্তিরা।