ALL Tripura Tiger Force উদ্যোগে চলতি মাসে 03 তারিখে সরকারি জায়গা দখল করিয়াছে। দখল করার কারণ কেন্দ্রীয় সরকারের সঙ্গে ATTF স্বাক্ষর হয়। ATTF বাসস্থান ও বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় সরকারের কিন্তু বর্তমানে কেন্দ্র সরকার ATTF যে আশা দিয়েছিল এখন পর্যন্ত বাস্তবে রূপে হচ্ছে না। সে জন্য করবুক মহকুমা অন্তর্গত করবুক ব্লকে অধীনে লেবাছড়ি ADC ভিলেজের এগ্রিকালচারের বড় বাড়ির লিচু বাগান এলাকায় ATTF সেন্ট্রাল কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক।