আসন্ন দুর্গা বাঙালির দোরগোড়ায়। দুর্গা পুজো নিয়ে চরম ব্যস্ত পুজো উদ্যোক্তারা। শনিবার খড়গ্রাম ব্লকের রবীন্দ্র ভবনে সমস্ত পুজো উদ্যোক্তাদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। এই সভায় উপস্থিত ছিলেন খড়গ্রাম ব্লকের BDO মিলনি দাস,পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আখতার বিবি, খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদার সহ প্রশাসনিক আধিকারিকরা। শনিবার দুপুরে জানা গিয়েছে, এদিন পূজো কমিটিদের উদ্দেশ্যে অনলাইনের মাধ্যমে কিভাব মিলবে পুজোর অনুমতি সেই বিষয়ে আলোচনা করা হয়।