সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাফেরা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কাঁকসা থানার পুলিশ। ধৃতের নাম পরিচয় জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে আজ সন্ধ্যা থেকেই ওই ব্যক্তি পানাগড় শিল্প তালুকের কাছে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। সেই সময় কাঁকসা থানার টহলরত পুলিশ ভ্যানের পুলিশ কর্মীরা টহল দেওয়ার সময় তারা তাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে। তাকে আটকে জিজ্ঞাসাবাদ করতে। তার কথায় অসঙ্গতি দেখে তাকে গ্রেফতার করে পুলিশ।