গত প্রায় ৪৪ দিন আগে মহিষবাথান এলাকার এক গর্ভবতী গৃহ বধূ,নিদিষ্ট সময়ের আগেই তেহট্ট মহকুমা হাসপাতালে এক অপরিনত নবজাতকের জন্মদেন,এর পরে তেহট্ট মহকুমা হাসপাতালের তিনজন ডাক্তার ও নার্সদের ৪৪ দিনের প্রচেষ্টায়,অপরিনত কন্যা নবজাতককে পরিনত নবজাতকে করে তুলে এক অনন্যয নজির গড়ল তেহট্ট মহকুমা হাসপাতাল কতৃপক্ষ্য।