আজ কৌশিকী অমাবস্যা, রাজ্যজুড়ে চলছে বিভিন্ন কালী মন্দিরের বিশেষ পূজাপাঠ। মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরে কাশিমবাজার আনন্দময়ী কালী মন্দিরে প্রতি বছরের ন্যায় এ বছরও কৌশিকী আমাবস্যা উপলক্ষে বিশেষ পূজা পাঠ ও যজ্ঞের আয়োজন করা হলো । হাজার দশের ভক্তের সমাগম হল এই মন্দিরে । সারা রাত্রি ব্যাপি চলবে যোগ্য।