লরি চালক কে ওভার টেক করতে গিয়ে গালিগালাজ ও বাজে অঙ্গভঙ্গি করার অভিযোগ পিক আপ চালকের বিরুদ্ধে, প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত লরি চালক সহ সাতজন শ্রমিক। লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ, গ্রেফতার ১ ও বাকিরা পলাতক। বুধবার দুপুরে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচল থানার রানিকামাতের নলকঠিয়া এলাকায়। পিকআপ ভ্যান চালক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের।