সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ বিকালে পটাশপুর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মংলামাড়ো বাজারে পালিত হলো নানুর দিবসএবং বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে ভাষা প্রতিবাদ আন্দোলন।এই দিন গর্জে উটেছে পটাশপুরের জনতা। মানুষের ভিড় ছিল চোখে দেখার মতন।