বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হল আউশগ্রামের মল্লিকপুর এলাকায়। বধূর পরিবারের অভিযোগ, পণের জন্য শর্মিলা নাথ নামের ওই বধূর উপরে চাপ দিচ্ছিলেন শ্বশুরবাড়ির লোকজন। বিয়ের পর থেকেই ওই বধূর উপর শারিরীক ও মানসিক অত্যাচার চালাতো তার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনরা। ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার আনুমানিক সন্ধ্যা সাতটা নাগাদ পুলিশের কাছে এনিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন মৃতার পরিবার। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।