Barasat 1, North Twenty Four Parganas | Sep 6, 2025
বামনগাছি স্টেশনে এসি লোকাল দাঁড় করানোর দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি নিল এলাকার মানুষ গতকাল থেকে চালু হয়েছে এসি বনগাঁ শিয়ালদা লোকাল। আপ ডাউন ২ লাইনেই চলবে এই ট্রেন। আর এই এসি বনগাঁ শিয়ালদা লোকাল বামনগাছি স্টেশনে দাঁড় করানোর দাবি জানিয়ে আজ সকাল থেকে গণস্বাক্ষর কর্মসূচি নিল এলাকার সাধারণ মানুষ। এই বিষয় নিয়ে আজ সকাল ১০ঃ৩০ নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এলাকার মানুষ কি বলছেন শুনুন।