বাংলাদেশে পাচারের আগেই প্রায় ৪৮০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করল বিএসএফের ১২৩ নম্বর ব্যাটেলিয়ান। এই ঘটনায় সুবেন পাহান নামে এক ২৪ বছরের তরুনকেও গ্রেফতার করেছে বিএসএফ। তার বাড়ি বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রামে। জানা গেছে, গতকাল রাতে ভারত-বাংলাদেশ সীমান্তের চিংগিশপুরের কাছে কাঁটাতারের বেড়ার ওপারে কিছু সামগ্রী পাচারের চেষ্টা করছিল কয়েকজন। সীমান্ত রক্ষি বাহিনীর জওয়ানদের নজরে পড়ে ওই ঘটনা। এরপরই ওই পাচারকারীকে ধরে বিএসএফ।