ঘটনাটি মঙ্গলবার সকালে জায়গীর চিলাখানা লাল স্কুল এলাকায় চিলাখানা নাটাবাড়ি রাজ্য সড়কের ওপরের ঘটনা। আহত কিশোরীর নাম কবিতা সরকার। জানা গেছে এদিন ফুল তোলার জন্য রাস্তার পাশে যান ওই কিশোরী সহ আরো কয়েকজন। ফুল তুলে ফেরার পথে বিপরীত প্রান্ত থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজরে ধাক্কা মারে।