বক্সা ব্যাঘ্র প্রকল্পের রায়ডাক রেঞ্জ অফিসে বনদপ্তরের কর্মীদের ব্যবহার করা বন্দুক পরিষ্কার করতে গিয়ে বন্দুক থেকে গুলি বের হয়ে আহত হয়েছেন এক গাড়ির চালক এমনটাই জানিয়েছেন ডিএফডি দেবাশীষ শর্মা রবিবার বেলা একটা নাগাদ। আহত গাড়ির চালক সুশান্ত মজুমদারের চিকিৎসা চলছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। প্রতি রবিবার সাউথ রায়ডাক রেঞ্জের বন কর্মীদের ব্যবহার করা বন্দুকগুলো পরিষ্কার করা হয়।বন্দুক পরিষ্কার করতে গিয়ে আচমকা বন্দুকের ভিতরে থাকা গুলি বের হয়ে যায়।