গৃহস্থ বিপদে পড়লেই ফোন আসে। এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে যান। উদ্ধার করে নতুন জীবনের সন্ধান দেন। সবটাই নিজের খরচে করেন। এভাবেই সাপ ধরার নেশায় বুঁদ সিভিক ভলান্টিয়ার।হিলি থানার ৩ নম্বর ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ঈশ্বরপাড়ার বাসিন্দা শৈলেশ মণ্ডল(৩৫)। পেশায় সিভিক ভলান্টিয়ার। ছোট থেকেই সাপ ধরায় পারদর্শী ছিল। মানুষের বাড়িতে সাপ বের হলেই ডাক পরে শৈলেশের। ক্রমেই সাপ ধরে মানুষকে বিপদ মুক্ত করে সাপের নতুন জীবন দেওয়াই নেশায় পরিণত হয়েছে তাঁর।