বুধবার সকাল এগারোটা বিশ নাগাদ বিলোনীয়া শচীন দেববর্মন অডিটোরিয়ামে চারাগাছে জল সিন্চনের মধ্যে দিয়ে দক্ষিণ জেলা ভিত্তিক বেটি বাঁচাও বেটি পড়াও বিষয়ক জেলা ভিত্তিক কর্ম শালা ও সচেতনতা শিবিরের সূচনা করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু । সঙ্গে ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়া, দক্ষিণ জেলা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক স্বপনা মজুমদার, প্রমোদ রিয়াং,বেসরকারি বিমান চালক ববি আজমীরা,বিলোনীয়া পুরপরিষদের চ্যায়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, দক্ষিণ