স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের বিরুদ্ধে মানহানির মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, মামলাকারীকেই ভর্ৎসনা করে এবং ১১ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিল বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অজয়কুমার গুপ্তার বেঞ্চ। উল্লেখ্য, দিঘায় জগন্নাথ মন্দির নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ। আর সেই মন্তব্যকে ঘিরেই শুরু হয় বিতর্ক।