কয়েক হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে শামুকতলা হনুমান মন্দির সংলগ্ন গণেশ পূজার প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা শেষ হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ।প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে শোভাযাত্রা শামুকতলার বিভিন্ন পথ পরিক্রমা করেছে।ভক্তবৃন্দের উপস্থিতির পাশাপাশি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। গণেশ চতুর্থী উপলক্ষে হনুমান মন্দির সংলগ্ন স্থানে গণেশ পূজা করা হয়েছিল।গত ৮ দিন ধরে পূজো মন্ডপে ভাগবৎ পাঠে অংশগ্রহণ করেছেন ভক্তবৃন্দরা।