আজ মির্জা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে Langma-Ni-Haduk Society এর উদ্যোগে আয়োজিত মির্জা স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে পাঁচ মাস ব্যাপী ফ্রি কোচিং সেন্টারের শুভ উদ্বোধনীয় অনুষ্ঠানে বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলা সভাধিপতি দেবল দেবরায়, কাঁকড়াবন পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিল।