This browser does not support the video element.
রাজগঞ্জ: ছাত্রী দুর্ঘটনার জেরে জিতি চাবাগান কতৃপক্ষ এর বিরুদ্ধে নাগরাকাটা থানায় অভিযোগ দায়ের করল অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ
Rajganj, Jalpaiguri | Aug 24, 2025
ডাম্পারে করে উঠিয়ে স্কুলেপাঠানোরপর আচমকা ব্রেক কষে দেয় লরিচালক। এরপরই ২৭ জন ছাত্রী অসুস্থ হয়ে যায়। তাদের সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করানো হয়।এঘটনায় চাবাগানের দায়িত্ব জ্ঞান নিয়ে প্রশ্ন তুলে রবিবার বিকেল পাচটা নাগাদ নাগরাকাটা থানায় জিতি চাবাগান কতৃপক্ষ এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করল অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের নাগরাকাটা ব্লক কমিটি। তাদের আরো অভিযোগ এখনো বিভিন্ন চাবাগানে পণ্যবাহী গাড়ি করে ছাত্রছাত্রীদের গাদাগাদি ঠাসাঠাসি করে স্কুলে নিয়ে যাওয়া হয়।