বুধবার গভীর রাতে লাভপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে লাভপুরের মুণ্ডুমালিনী মন্দির সংলগ্ন স্থানে কীর্ণাহার-লাভপুর রাস্তায় তৎপরতার সাথে নাকা চেকিং করতেই মেলে সাফল্য।পরে ঘটনাস্থল থেকে পুলিশের হাতে পাকড়াও হয় সাত দুষ্কৃতী।তাদের কাছ থেকে সাবল,দড়ি, টর্চ লাইট,হাসুয়া,বাঁশের লাঠির পাশাপাশি পাওয়া গেছে লঙ্কা গুঁড়োর প্যাকেট।পুলিশ জানিয়েছে ডাকাতির উদ্দেশ্যেই জড়ো হয়েছিল ওই দুষ্কৃতীরা। কিন্তু লঙ্কার প্যাকেট কেন? মনে করা হচ্ছে পথচারীদের চোখে লঙ্কা গুঁড়ো।