শনিবার বিকেল পাঁচটা নাগাদ বর্ধমানের বড়নীলপুর মোড় থেকে মিছিল শুরু হয়। বিক্ষোভে অংশ নেওয়া কংগ্রেস কর্মীরা বিজেপির বর্ধমান সাংগঠনিক কার্যালয়ের কাছে যেতে চাইলে ডিভিসি মোড়ের আগেই পুলিশ তাদের আটকে দেয়। এরপর সেখানেই নরেন্দ্র মোদীর ছবিতে চড় লাথি, জুতো পেটা করার পাশাপাশি কালি লেপে দেওয়া হয়। অন্যদিকে তাদের সাংগঠনিক কার্যালয়ের সামনে জমায়েত বিজেপি কর্মীরা তাদের দিকে এগিয়ে আসতে চাইলে উত্তেজনা দেখা দেয়। পুলিশ মাঝে দাঁড়িয়ে পরিস্হিতি সামাল দেয়।