ঝাড়গ্রাম জেলার জামবনী ব্লকের ধড়সা অঞ্চলের জামডহরী গ্ৰামে এলাকার দুঃস্থ ছাত্র ছাত্রীদের পাশে সহযোগিতার হাত বাড়ালো মধ্যমগ্রাম স্বপ্ন উড়ান নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা। সহযোগিতায় ছিল সংকল্প ফাউন্ডেশন। মঙ্গলবার দুপুর নাগাদ আদিবাসী অধ্যুষিত জামডহরী ও মুনিয়াদা গ্ৰামের ৫০ জন দুঃস্থ ছাত্র ছাত্রীদের স্কুলের ব্যাগ,খাতা, পেন্সিল ,কলম ও শুকনো খাবার তুলে দেন সংস্থার কর্মকর্তাগন।