বেহাল রাস্তায় ধানের চারা পুঁতে, পাকা রাস্তার দাবীতে বিক্ষোভ। বিক্ষোভ দেখালেন মালদার রতুয়ার চাঁদমুণি-২নং গ্রাম পঞ্চায়েতের বোনডাঙ্গা গ্রামের বাসীন্দারা। বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, তারা স্বাধীনতার পরেও গ্রামে পাকা রাস্তার মুখ দেখতে পাননি। প্রায় এক কিলোমিটার রাস্তা বছরের পর বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। বর্ষাকালে গোটা রাস্তা জলকাদায় একাকার হয়ে পড়ে। হাঁটু সমান জলকাদা ভেঙে যাতায়াত করতে প্রচন্ড সমস্যা হচ্ছে। ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না।তাই বিক্ষোভ।