Barasat 1, North Twenty Four Parganas | Sep 3, 2025
দেগঙ্গায় খেজুরডাঙ্গায় একটি কারখানায় শিশু শ্রমিক কে বেধড়ক মারধর, গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হয় বারাসাত জেলা হাসপাতালে, মারধরের অভিযোগ কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে, যে বয়সটাতে একটি শিশু পিঠে স্কুলের ব্যাগ নিয়ে তার জীবন গড়তে স্কুলে ছুটে যায়। ঠিক সেই বয়সে এসে দাঁড়িয়েই দিগঙ্গার খেজুর দাঙ্গা এলাকায় একটি কারখানায় একজন শিশু শ্রমিককে বেধড় ক মার খেত