জেলায় টেনিস খেলার মানকে উন্নত করার লক্ষ্যে, বিশেষ উদ্যোগ গ্রহণ করল মালদা ক্লাবের সদস্যরা। ভারতের জুনিয়র টেনিস দলের কোচ ঋষি দাসের তত্ত্বাবধানে আয়োজন করা হল টেনিস প্রশিক্ষণ শিবির।রবিবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ মালদা ক্লাব প্রাঙ্গণে শুরু হয় টেনিস প্রশিক্ষণ শিবির। মালদার খুদে টেনিস খেলোয়াড়দের প্রশিক্ষণ দেন ভারতের জুনিয়র টেনিস দলের কোচ ঋষি দাস। এই প্রসঙ্গে উদ্যোক্তা সোমেশ দাস জানান, মালদার ছেলেমেয়েদের টেনিস খেলায় আগ্রহ রয়েছে।