মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ ব্লকের নিমতিতা গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের আয়োজন করা হয়। বুধবার এই কর্মসূচি পরিদর্শন করেন সামশেরগঞ্জ বিধানসভার বিধায়ক আমিরুল ইসলাম সহ একাধিক জনপ্রতিনিধিরা। বুধবার দুপুরে বিধায়ক জানিয়েছেন, এদিন এই ক্যাম্পে উপস্থিত হয়ে তিনি এলাকার বাসিন্দাদের সমস্যার কথা শোনেন। যদিও বিধায়ক এলাকার রাস্তা, পানীয় জল সহ বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন।