দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের ফরেস্ট রোডে চাঞ্চল্যকর ঘটনা। মাত্র ৫০ টাকা না দেওয়ায় অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী করলেন দিপু হারি নামে ২১ বছরের যুবক। জানা যায়, সোমবার দুপুরে মায়ের কাছে টাকা চেয়েছিলেন তিনি। কিন্তু মা অস্বীকার করায় অভিমানে বাড়িতেই গলায় ফাঁস লাগান। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বালুরঘাট হাসপাতালে। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার দুপুরে দেহের ময়নাতদন্তে আনা হয় বালুরঘাট পুলিশ মর্গে