সোমবার গভীর রাতে কমলাসাগর বিধানসভার কোনাবন এস সি কলোনি এলাকার নিপুল দে বাড়িতে সেই কুখ্যাত বাইক চোর সমীর দাস হানা দেয়। জানাযায় কোনাবন এসসি কলোনি এলাকার নিপুল দে একটি ঘরের মধ্যে তার একটি হাঙ্ক বাইক রাখা ছিল। আনুমানিক রাত বারোটা নাগাদ সকলে যখন ঘুমিয়ে পড়ে এমন সময় কৈয়াডেপা এলাকার কুখ্যাত বাইক চোর সমির দাস, বাবার নাম সজল দাস।