২৪ শে আগষ্ট রবিবার বিকেল চারটে নাগাদ অনুষ্ঠিত হয় নলহাটি দুই নম্বর ব্লকের ভদ্রপুর গ্রামে ভারতীয় জনতা পার্টির একটি সংগঠনিক বৈঠক।সামনে ২০২৬ বিধানসভা ভোটকে কেন্দ্র করে লক্ষ্য বিজয় সংকল্প অভিযান। বৈঠকে উপস্থিত ছিলেন নব নিযুক্ত জেলা সম্পাদক মলয় অধিকারী, মন্ডল সভাপতি গোবিন্দ মাহান্ত,সহ আরো অনান্য নেতৃত্বরা।