বরাবাজার শহরের বিভিন্ন সমস্যা নিয়ে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি আন্দোলনে নামবে। সেই আন্দোলনের প্রস্তুতি হিসেবেই বরাবাজার শহর বিজেপির উদ্যোগে একটি বেসরকারি লজে আয়োজিত হল এক বৈঠক বুধবার রাত নটা নাগাদ, উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির বান্দোয়ান মণ্ডল দুইয়ের সভাপতি জনার্দন সিংহ মোদক, সহ-সভানেত্রী মল্লিকা ভূঁইয়া, শহর বিজেপি ইনচার্জ মলয় ব্যানার্জি সহ অন্যান্য কার্যকর্তারা।