জামবনি ব্লকে হল বিশেষ আধার ক্যাম্প। বুধবার জামবনি ব্লকের গিধনিতে ব্লক অফিস প্রাঙ্গনে এই বিশেষ আধার ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পে ১৮ বছর বয়স পর্যন্ত নতুন আধার কার্ড তৈরি, সমস্ত ধরনের বায়োমেট্রিক, মোবাইল নাম্বার, নাম, ঠিকানা,বয়স সংশোধন করা হয় বলে জানা গেছে। ক্যাম্পে উপস্থিত ছিলেন জামবনি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবব্রত জানা, এছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের কর্মাধক্ষ্য কুনামী হাঁসদা।