জলমগ্ন ঘাটাল এলাকা ফের বন্যা পরিস্থিতি পৌরসভা সহ গ্রাম পঞ্চায়েত এলাকাগুলিতে জল ঢুকতে শুরু করেছে এই বছর যেন এই জল যন্ত্রণার ছবিটা অন্যরকম ঘাটাল এলাকাতে। বারে বারে এই জল যন্ত্রণা যেন বেড়েই চলেছে ঘাটাল এলাকার মানুষের কাছে আর সেই কারণে জন্যই সমস্যায় পড়তে হচ্ছে ঘাটাল এলাকার মানুষকে।।