সাগরদিঘীতে বিপুল পরিমাণে গাজা সহ গ্রেফতার দুই,গোপন সূত্রে খবর পেয়ে সাগরদদিঘীর ১২ নম্বর জাতীয় সড়কে প্রচুর পরিমাণে গাঁজাসহ গ্রেপ্তার করা হলো দুজনকে। ধৃতদের নাম গোপাল মান্না ও আলিমুদ্দিন সেখ। গোপাল মান্নার বাড়ি পশ্চিম মেদিনীপুর ও আলিমুদ্দিন সেখের বাড়ি আসাম। ধৃতদের কাছ থেকে ২ কুইন্টাল ১৪ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। আগামীকাল রবিবার ধৃতদের বহরমপুরের বিশেষ আদালতে পাঠানো হবে সাগরদিঘী থানা পুলিশের পক্ষ থেকে।