বধূর ঝলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য,ঘটনাটি ঘটে সোমবার খানাকুলের রাধাবল্লভপুরে।মৃত বধূর নাম মনসুরা বিবি।বধূর বাবা জানান,মেয়ের স্বামী কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন।অভিযোগ,শ্বশুর বাড়ির অন্যান্য সদস্যরা মনসুরার সাথে খুব বাজে ব্যবহার করতো।উত্যাচার চালাত।কাল রাতে মেয়ের সাথে কথা হলেও এদিন তারা হটাৎ করেই খবর পান তাঁদের মেয়ে আত্মঘাতী হয়েছেন।অভিযোগ,জামাই না থাকার সুযোগে তাঁদের মেয়েকে শ্বশুর বাড়ির অন্যান্য সদস্যরা মেরে ফেলেছে।এবিষয়ে থানার দ্বারস্থ হয়েছেন তারা।