ভাতার থানার মাহাতা গ্রামে মদ খাওয়া নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বিষ খেয়ে আত্মঘাতী স্বামীর। মৃতের নাম আপাল মাঝি (৫৪) মৃতের পরিবার সূত্রে জানা গেছে গতকাল স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি মদ খাওয়া কে কেন্দ্র করে। তারপর আপাল মাঝি বিষ পান করে ফেলে। বিষ খাওয়ার কথা জানতে পেরে পরিবারের লোকজন প্রথম গুসকরা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রেফার করে Bmch এ নিয়ে আসলে কিছুক্ষণের মধ্যেই গতকাল দুপুরে তার মৃত্যু হয়।