অসুস্থ হলে অর্ধেক নয় সম্পুর্ন হাজিরার দাবিতে চাবাগানের কাজ বন্ধ রেখে সোমবার সকাল থেকে ডামডিম চাবাগানের হাসপাতালের সামনে বিক্ষোভ দেখালো শ্রমিকরা। তাদের অভিযোগ নিয়ম রয়েছে চাবাগানে কাজ করার সময় কেউ যদি অসুস্থ হয় তাহলে তাকে পুরো হাজিরা দিয়ে ছুটি দিতে হবে। কিন্তু এই চাবাগানে এক শ্রমিক চাবাগানে কাজ করার সময় অসুস্থ হয়ে পড়ে। অভিযোগ চাবাগান কতৃপক্ষ তাকে অর্ধেক হাজিরা দিয়ে ছুটি দিয়েছে। আর এই ঘটনা জানাজানি হতেই শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।