দুয়ারে রেশন সরবরাহ করতে গিয়ে ঘটলো বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে ভরা পুকুরে উল্টে গেল চাল,আটা ও চিনি বোঝাই গাড়ি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেল গাড়ি চালক থেকে রেশন সরবরাহকারী কর্মীরা।মঙ্গলবার ঘটনাটি ঘটে হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের গিরিয়ার মোড়ের পাশে জ্ঞানদাস এলাকায়। স্থানীয়রা বিষয়টি লক্ষ করেই দৌড়ে এসে পুকুরে ঝাঁপ দিয়ে চালক সহ সরবরাহকারী কর্মীদের উদ্ধার করে। ঘটনায় গুরুতর আহত গাড়ি চালক।