মারিশদা সেন্ট্রাল প্রাথমিক বিদ্যালয়ের সামনে 116 B জাতীয় সড়কে আজ প্রায় 3টা 50 নাগাদ এক মোটর সাইকেল আরোহীর(পুলিশ কর্ম) সঙ্গে ম্যাটাডোর গাড়ির সাথে সংঘর্ষ ঘটে । ঘটনা স্থলে পুলিশ অধিকারিকের মৃত্যু হয়। ওই পুলিশ আধিকারিকের নাম রবীন বসাক তিনি জুনপুট কোস্টাল থানায় কর্মরত ছিলেন। পথ দুর্ঘটনার পর জাতীয় সড়কে ব্যাপক যান জটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানজট নিয়ন্ত্রণে করে।পুলিশ আধিকারিকের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে