*বিশ্রামগঞ্জ থানার গাঁজা ধ্বংস অভিযান*।সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত রামনগর ভিলেজের পাগলী বাড়ি এবং পুরান পাগলি বাড়ি এলাকায় বন দপ্তরের খাস জমিতে অভিযান চালিয়ে ২২টি প্লটে ২ লক্ষ ৪০ হাজার গাঁজা গাছ ধ্বংস করে বিশ্রামগঞ্জ থানার পুলিশ এবং টিএসআর। অভিযান শেষে বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা গাঁজা চাষীদের হুঁশিয়ারি করে বার্তা দিয়েছেন।