প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসনিক কর্তাদের সাথে নিয়ে খোদ রাস্তায় নেমে পড়লেন ব্লকের বিডিও। রতুয়া ২ ব্লকের অন্তর্গত মহারাজনগর এলাকায় হাতে গ্লাস পড়ে রাস্তার প্লাস্টিক নোংরা আবর্জনা তুললেন বিডিও শেখর শেরপা। প্রশাসনের কর্তাদের সাথে নিয়ে রবিবারের দিনটিকে মাথায় রেখে গ্রামগঞ্জের সাধারণ মানুষকে সচেতনতা বার্তা পৌঁছে দিতে উদ্যোগ গ্রহণ করে রতুয়া দুই ব্লক প্রশাসন। সেই মতো নোংরা আবর্জনা তোলার সাথে গ্রামবাসীদের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বার্তা ।