পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অন্তর্গত পূর্ব দক্ষিণ মানা গ্রামের 30 বছরের যুবক গোবিন্দ পান্না গত ২৮ শে আগস্ট প্রতিদিনের মতো নাপিতের কাজে রবিবারের বাজারে সেলুন দোকানে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। পরিবার বিভিন্ন আত্মীয় বাড়িতে খোঁজাখুঁজি করে না পেয়ে শুক্রবার ময়না থানায় অভিযোগ দায়ের করে |যুবকের বাবার অভিযোগ ছেলেকে কেউ কিডন্যাপ করেছে যুবকের মা কান্না ভেজা গলায় ছেলের খুঁজে দেওয়ার আবেদন জানিয়েছেন |