বিপর্যয় বাড়ির মধ্যেই করতে হচ্ছে বসবাস।বাড়ি দেখলে মনে হয়।যেন এক ভুতুড়ের বাড়ি, কিন্তু আদৌ তা নয় এটা একটি পরিবারের বসত বাড়ি। কেশপুর থানার অন্তর্গত ৮ নং অঞ্চলের কাপাসটিকরী গ্রামের ঘটনা। আজ বেলা দুটো নাগাদ পাবলিক নিউজ এর ক্যামেরা এমনই দৃশ্য দেখা গেল।বাড়ি মালিক শিবা দাস বলেন দীর্ঘ প্রায় তিন মাস আগে আমাদের এই কাঁচা মাটির বাড়ি দেওয়াল ভেঙে পড়ে তারপরে অর্থের অভাবের জন্য বাড়িটি মেরামত করতে পারিনি যখনই বৃষ্টি হয় অল্প অল্প করে পড়তে আরম্ভ করে বাড়ির দেওয